মনোহরদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
মো হিমেল মিয়া।।
 শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের চরমান্দালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুবদল নেতা মো. হানিফ এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম রুমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শাহাদত হোসেন বিপ্লব।
রোমাঞ্চকর ফাইনালে চরমান্দালীয়া ব্ল্যাক হোল ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫-৩ গোলে চরমান্দালীয়া ফেন্ডশীপ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ সংসদের ক. ম. কামরুল ইসলাম, মনোহরদী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন বাচ্চু, সাবেক ছাত্রনেতা মহসীন কবীর, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান উদ্দীন ভূঁইয়া দোলন, বড়চাপা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওহিদুর রহমান মাসুম, এমটিবি’র ব্যাংকার কামরান হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
খেলায় নিরাপত্তা দায়িত্বে ছিলেন রামপুর পুলিশ ফাঁড়ির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।