ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ১৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পাচ্চর বাসস্ট্যান্ড এলাকায় আজ ৩০ আগস্ট শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একসাথে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সামনের একটি বাস হঠাৎ করে ব্রেক করলে পিছনের চারটি বাস দ্রুতগতিতে এসে পরপর ধাক্কা লাগে। এতে বাসগুলোতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: