সাঘাটায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি- ২০২৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫ ইমন মিয়া।।ইয়ুথ ফাউন্ডেশন সাঘাটা ও সানাউল্লা আমিনা বেগম গন কল্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলার- স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে বৃক্ষরোপণ করে সংগঠনটি।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাম অঞ্চলে বৃক্ষের সংখ্যা দিন দিন কমে আসছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদের দুর্ভোগও বাড়ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা পথচারীদের জন্য ছায়া, নির্মল বাতাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছেন।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেনঃইয়ুথ ফাউন্ডেশন সাঘাটার পরিচালক- খালেদ হাসান, এছাড়াও আর ও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য- আব্দুল মমিন, সুমন, হিটলাট, আজিজ, আলিফ, শুভ, শাওন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার বাসিন্দারা তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সামাজিক উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। SHARES সারা বাংলা বিষয়: