গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ বছরের শিশু অপহরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তিন বছরের শিশু আইয়ানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী আমিরুল হোসেন বাপ্পি (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। শিশু আইয়ান কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাইয়ুল ইসলাম ও পাকিজা দম্পতির একমাত্র সন্তান। পুলিশ জানায়, আত্মীয় পরিচয়ে বাড়িতে এসে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দোকান থেকে চিপস-চকলেট কিনে দেওয়ার নাম করে শিশুটিকে অপহরণ করে আমিরুল। পরে সকাল ১১টার দিকে শিশুর মায়ের মোবাইলে ফোন দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি পুলিশকে জানাতে নিষেধ করে। ঘটনার পরদিন শুক্রবার দুপুর ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ১২ ঘণ্টার অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খান বলেন, “শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। প্রযুক্তি ব্যবহার করে নাটোরে অপহরণকারীর অবস্থান শনাক্ত করি। পরে সফল অভিযানে শিশুকে উদ্ধার করতে সক্ষম হই।” অপহৃত শিশুর মা পাকিজা বেগম বলেন, “আমিরুল আমার স্বামীর খালাতো ভাইয়ের বন্ধু। কয়েকদিন আগে আমাদের বাড়িতে থেকেছিল। বৃহস্পতিবার সকালে চিপস কিনে দেওয়ার কথা বলে আমার ছেলেকে নিয়ে যায় এবং পরে মুক্তিপণ দাবি করে। ছেলেকে সুস্থভাবে ফিরে পাওয়ায় আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।” কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “অপহরণের ঘটনায় মামলা হওয়ার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করি। শেষ পর্যন্ত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।” এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং কোটালীপাড়া থানার পুলিশকে অভিনন্দন জানাচ্ছেন স্থানীয়রা। SHARES সারা বাংলা বিষয়: