শেরপুরের চরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নিউ মডার্ন পাবলিক স্কুলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

মোঃ মুরাদ মিয়া।শেরপুর সদর উপজেলার কামারের চর বাজারস্থ মনোরম কোলাহলমুক্ত চরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নিউ মডার্ন পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৭ এপ্রিল বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই ইফতার অনুষ্ঠিত হয়।

এতে প্রায় দুই শতাধিক সমাজের বিশিষ্ট শিক্ষানুরাগী ,সমাজ সেবক,ব্যবসায়ীসহ সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিলে আয়োজক নিউ মডার্ন পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের জন্য ও সর্বোপরি মুসলিম উম্মার শান্তি ও মহান আল্লাহর রহমত চেয়ে দোয়া করেন।

ইফতার ও দোআ মাহফিলে আগত অতিথিদের নিউ মডার্ন পাবলিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পরিচালক মোঃ শেখ মোস্তাক আহামেদ ফরিদ ।

কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারি শিক্ষক আলহাজ্ব মোঃ আজমল হোসেন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান দুলাল ৷

এসময় তিনি বলেন ,আমাদের চরাঞ্চলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন ৷

যার মাধ্যমে অবহেলিত অঞ্চলটি ফিরে পাবে একটি আদর্শ সমাজ ৷ যা জাতি গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন ৷তিনি আরোও বলেন, এর মাধ্যেম নিম্নশ্রেণীর পরিবারের ছেলে মেয়েরা স্বল্প খরচে তাদের সন্তানদের সু শিক্ষাই শিক্ষিত করে পরিবার,সমাজ ও জাতি গঠনে বিশেষ অবদান রাখতে পারবে বলে অত্র বিদ্যালয়ের পরিচালক পরিষদের প্রতি আহ্বান রাখেন ৷

বিদ্যালয়টির সহকারি পরিচালক মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন ,সহকারি প্রধান শিক্ষক মোঃ তৈয়বুর রহমান , সহকারি শিক্ষকদের মধ্যে রাজিব আহাম্মেদ ,ইসলাম হোসেন ,মুরাদ সহ প্রমুখ ৷

এসময় দোআ পরিচালনা করেন উম্মে হাবিবা মহিলা মাদরাসার মোহতামিম মাওলানা মোঃ হাবিবুল্লাহ ৷