বানারীপাড়ায় গাজা পাওয়ায় ভ্রাম্যমান আদালতে উজিরপুরের যুবলীগ নেতাকে ৩ মাসের কারাদন্ড

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
মো: সাইদুল ইসলাম ।।
বানারীপাড়ায় নিজের কাছে (গাজা) রাখায় উজিরপুরের জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাদক ব্যাবসায়ী শাহিন হাওলাদার (৩৫) কে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করা হয়। ২১ সেপ্টেম্বর, রবিবার বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি,এম,এ মুনীব’র আদালতে মাদক ব্যাবসায়ী শাহিনকে এ কারাদন্ড ও জরিমানা করা হয়।শাহিন বানারীপাড়া’র পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত্যু করিম হাওলাদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,২১ সেপ্টেম্বর দুপুরে বানারীপাড়া’র চাখার শেরে বাংলা স্মৃতি যাদুঘড়ের সামনে শাহিনকে মাদক (গাজা) বিক্রি করতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশ’কে খবর দেয়।খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে গাজা ও গাজা সেবনের উপকরন সহ শাহিন’কে সেখান থেকে আটক করে।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি,এম,এ মুনীব’র ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করা হয়। শাহিন জানায় সে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাটা এলাকার ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো: মোস্তফা জানান,২২ সেপ্টেম্বর সকালে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত শাহিন হাওলাদারকে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।