গোবিন্দগঞ্জ গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইমন মিয়া।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ী ও রানার্স আপ মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। সমাপনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে দাবা, কাবাডি, হ্যান্ডবল ও ফুটবল ইভেন্টে (পৃথকভাবে ছাত্র এবং ছাত্রীদের মাঝ থেকে) বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতা ফলাফল- দাবা (বালিকা-মধ্যম): চ্যাম্পিয়ন, অহনা রাজভর, গোবিন্দগঞ্জ বি.এম উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ, তমা, সরদারহাট উচ্চ বিদ্যালয়। দাবা (বালিকা-বড়): চ্যাম্পিয়ন, সুমাইয়া সুলতানা, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ, গোবিন্দগঞ্জ বি. বালিকা বিদ্যালয়। দাবা (বালক-মধ্যম): চ্যাম্পিয়ান, রেজওয়ান আল মুবিন, বারিদ মাল্টিমিয়িা স্কুল এবং রানার্স আপ, তোহা, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। দাবা (বালক-বড়): চ্যাম্পিয়ান, কাজী সামীউল ইসলাম, বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ, আবু সাইদ, নাকাইহাট উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালিকা): গোবিন্দগঞ্জ বি.এম বালিকা উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং কাজীপাড়া উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)। কাবাডি (বালক): মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)। হ্যান্ডবল (বালিকা): ফুলপুকুরিয়া আয়েজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং ক্রোড়গাছা নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)। হ্যান্ডবল (বালক) : গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)। ফুটবল (বালিকা): বরকত উল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং কাজলা মহিলা দাখিল মাদ্রাসা (রানার্স আপ)। ফুটবল (বালক): গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ বশির আহমেদ, সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কর, মাহমুদ বাগ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চলনায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, উপজেলার ১২টি প্রতিষ্ঠানকে সাবজোনে ভাগ করে পাশ্ববর্তী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৩দিন ব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে প্রতিটি ইভেন্ট থেকে বিজয়ীদের গোবিন্দগঞ্জ জোন প্রতিযোগিতার নিরপেক্ষ ভেন্যু হিসেবে বি.পি.এড কলেজ এবং সরকারি কলেজ মাঠে খেলা পরিচালনা করা হয়। সবাজোন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, লোনতলা উচ্চ বিদ্যালয়, নাকাইহাট উচ্চ বিদ্যালয়, ফুলপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়, সরদারহাট উচ্চ বিদ্যালয়, কামদিয়া উচ্চ বিদ্যালয়, তালতলা উচ্চ বিদ্যালয়, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়, পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজ, মাহমুদবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং দুর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়। SHARES সারা বাংলা বিষয়: