ভাঙ্গায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
মোঃরিপন শেখ ।।
ফরিদপুরের ভাঙ্গায় গাছ থেকে পড়ে বাবু শেখ (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের খোকন শেখের ছেলে।
শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে ভাঙ্গা সরকারি হাসপাতালের আঙিনায় থাকা একটি চাম্বল গাছে শুকনা ডাল ভাঙতে গিয়ে বাবু শেখ উপরে ওঠেন। কিন্তু তিনি আর নামতে পারেননি। প্রায় চার ঘণ্টা ধরে (বেলা ২টা পর্যন্ত) তিনি গাছে আটকে থাকেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলেও উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই বাবু নিজেই নামার চেষ্টা করেন।
এ সময় অসতর্কভাবে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ভাঙ্গা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুরে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি আগে জানতাম না, আপনাদের মাধ্যমে জানলাম। কিভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”