ছিনতাইকারীর কবল থেকে তিন নারীকে উদ্বার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম।।
গতকাল শনিবার ( ২৭ সেপ্টেম্বর) ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক (৩)ঘটিকায়, ৫৫ বিজিবির অধীনস্থ কালেঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৫১ থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, জাম্বুরাছড়া সংলগ্ন রিজার্ভটিলা নামক স্থানে তিনজন মহিলাকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি কর্তৃক জিম্মি করে রাখা হয়েছে মর্মে স্থানীয় এক যুবক বিষয়টি কালেঙ্গা বিওপিতে জানালে তাৎক্ষণিকভাবে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ভয়ে মহিলাদের ছেড়ে পালিয়ে যায়। টহল দল মহিলাদের নিরাপদে উদ্ধার করে এবং পরবর্তীতে তাদের নিকট আত্মীয়ের জিম্মায় হস্তান্তর করে। উদ্ধারকৃত নারীরা হলেন:
১. লতিকা হাজং (৪৩), পিতা – মৃত পিউশ হাজং
২. মীনা দাড়িং (৪৫), পিতা – মৃত সুদীশ নাল
৩. শ্রাবনী হাজং (৩৮), পিতা – মৃত পিউশ হাজং তাঁদের সবার স্থায়ী ঠিকানা: গ্রাম – হরিনছড়া, ডাকঘর – খেজুরিছড়া, থানা – শ্রীমঙ্গল, জেলা – মৌলভীবাজার।
উক্ত মহিলাগণ শ্রীমঙ্গল থেকে কালেঙ্গা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৭,০০০/- (সাত হাজার) টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে উদ্ধারকৃতদের আত্মীয় বাপ্পু (৩০), পিতা – হিরন চন্দ্র, গ্রাম – কালেঙ্গা (মঙ্গোলিয়া), ডাকঘর – মিরাশী, থানা – চুনারুঘাট, জেলা – হবিগঞ্জ এর কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।