ভাঙ্গায় আহত দুই সাংবাদিককে আর্থিক সহায়তা দিলেন মাওলানা মিজানুর রহমান মোল্লা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আন্দোলন চলাকালে আহত দুই সাংবাদিককে আর্থিক সহযোগিতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। রোববার সকালে ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ে মাই টিভির উপজেলা প্রতিনিধি মো. সরোয়ার হোসেন ও নন্দিত টিভির প্রতিনিধি জামাল হোসেনের হাতে এ সহযোগিতা তুলে দেন তিনি। এ সময় ভাঙ্গা উপজেলা সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক রমজান শিকদার, মাওলানা শহীদুল ইসলাম, শাহাদাত হোসেন, মোঃ সোহাগ হোসেন, মাসুম ইসলাম, সোহেলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর আন্দোলন চলাকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনিক ভবন, কৃষি অফিস, নির্বাচন অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন। SHARES সারা বাংলা বিষয়: