দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অন্যতম বৃহৎ উৎসব

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫
অসীম দেবনাথ।। 
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জহিরুল ইসলাম হাওলাদার। রবিবার (২৮ সেপ্টেম্বর,২০২৫) তিনি বেতাগী উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজার আয়োজন ঘুরে দেখেন এবং উপস্থিত পূজারি, পূজা কমিটি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির, থানার তদন্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন খানসহ পুলিশের অন্যান্য সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার মণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করে পূজার শুভেচ্ছা জানান এবং পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পূজা মণ্ডপ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বেতাগী উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ কর্মকার, সাবেক কাউন্সিলর বরুণ কর্মকার, সাধারণ সম্পাদক অভিজিৎ সুমন গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় হাওলাদারসহ সমাজের বিশিষ্টজন ও গণমাধ্যম কর্মীরা। তারা পুলিশ প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে আস্থা ও ভরসা যোগায়।
পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার বলেন, দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অন্যতম বৃহৎ উৎসব। এখানে ধর্ম যার যার হলেও উৎসব সবার। তাই সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ অটুট রেখে যথাযথ মর্যাদায় পূজা উদযাপন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে এবং পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতি বছর দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এ বছরও একই ধারাবাহিকতা বজায় থাকবে। বেতাগীর কেন্দ্রীয় কালী মন্দিরসহ উপজেলার সব পূজা মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারেন সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।