এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে অধিকার কর্মী -স্বেচ্ছাসেবী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৪

মোঃ হানিফ।চাটখিলে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন অধিকার কর্মী- স্বেচ্ছাসেবী। মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা এতিম শিশুদের ঘরে-ঘরে ঈদ উপহার সামগ্রী পৌঁছিয়ে দেয়।

এর আগে চাটখিল পৌর শহরে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি সাংবাদিক রুবেল হোসেনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন অধিকার কর্মী- স্বেচ্ছাসেবী’র প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী শাহ্ সুফিয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. ফয়েজ, সাধারন সম্পাদক রাশেদুল হাসান শামীম, নারী বিষয়ক সম্পাদক তারফিনা শাহনাজ রজব, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন সহ সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

ঈদ উপহার সামগ্রী মধ্যে রয়েছে এতিম শিশুদের জন্য পোষাক, সেমাই, চিনি, দুধ সহ বিভিন্ন খাদ্যোপকরণ।

উল্লেখ্য সামাজিক সংগঠন অধিকার কর্মী- স্বেচ্ছাসেবী ২০১৪ সাল থেকে চাটখিল উপজেলায় বিভিন্ন সামাজিক কাজ চালিয়ে আসছে। তারমধ্যে রয়েছে নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার সামগ্রী ও এতিম-পথ শিশুদের পোষাক বিতরণ করা ছাড়াও সংগঠনের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মমূখী প্রশিক্ষণ প্রদান করে আসছে।