রূপগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ বি এম আবুল হাসনাত ।। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রূপগঞ্জের সকল পূজা মন্ডপে এক এক করে পরিদর্শন করেন তিনি। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন ও নগদ আর্থিক সহায়তা করেন কাজী মনিরুজ্জামান। পূজা মন্ডপ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র অন্যতম নেতা আব্দুল মান্নান পারভেজ, মো: রমজান আলী, নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকির, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দেলোয়ার হোসেন প্রধান, মো: সাইফুল আলম, মোঃ আল-আমিন খন্দকার, আলমগীর হোসেন, মোঃ রানা মিয়া, মোশারফ হোসেন, মোঃ হামিদ মিয়া, মো: খোরশেদ আলম, গুলজার হোসেন গুলু, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মো: রিপন মিয়া, সাইদুর রহমান ছাদু, কাজী শান্ত সহ রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ তারাবো ও কাঞ্চন পৌরসভা, মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, কায়েতপাড়া, রূপগঞ্জ ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। পূজা মন্ডপ পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমরা সকলে দেশের নাগরিক। দেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের সকল ধর্মকে সম্মান করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকার দেশের মানুষকে শোষণ করে দেশ ছেড়ে পালিয়েছে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে মানুষের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদাই সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। SHARES সারা বাংলা বিষয়: