জমকালো আয়োজনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
মিয়াদ হাসান ।।
 উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা তাদের গৌরবোজ্জ্বল ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে।
১৭৮০ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দীর্ঘ দুই শতাব্দীরও বেশি সময় ধরে ধর্মীয় ও আধুনিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ উপলক্ষে ঢাকা আলিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তাসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক।
বক্তারা বলেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, বরং আধুনিক শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে। এর দীর্ঘ ২৪৬ বছরের যাত্রা শিক্ষা ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।
দিনব্যাপী এ আয়োজনে ছিল কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে ঢাকা আলিয়া সাংবাদিক সমিতি বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করে।
ইতিহাসের গৌরব বুকে ধারণ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ভবিষ্যতেও শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠান।