বেলকুচিতে শশুর বাড়ী থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ মনিরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়ন এর চর লক্ষীপুর গ্রাম থেকে ৩০-০৯-২০২৫ইং দিবাগত রাত ৯:০০ ঘটিকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলে আশামনি ওরফে আছমা খাতুন। তথ্য সূত্রে জানা যায় ভিকটিম আছমার চার বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহে আবদ্ধ হয় অত্র গ্রামের স্থায়ী বাসিন্দা আঃ রশিদ আকন্দের পুত্র আজাদ আকন্দের সাথে। বিয়ের পর থেকেই ভিকটিম আছমা খাতুন কে সংসারের খুটিনাটি বিষয়ে বিভিন্ন মানসিক ও শারিরিক ভাবে নির্যাতন করতো শশুর বাড়ীর লোকজন। ঘটনার দিন ডিটারজেন্ট পাউডার দিয়ে থালা বাসোন পরিষ্কার করা এবং রান্নায় বেশি তেল ব্যবহার করার কারনে পরিবারের সবাই মিলে তাকে গালিগালাজ করে এবং শশুর শাশুড়ী সহ পরিবারের সবাই মিলে ঝগড়া করে এবং সেই ঝগড়ার ভিত্তিতে রাতে আছমা কে নির্মমভাবে হত্যা করে এমনটাই দাবী করেন ভিকটিমের বাবা আবুসামা। তিনি বলেন রাত্রী ১২:৩০ টার দিকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই এবং পুলিশ কে খবর দেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশামনি ওরফে আছমা (২২) এর লাশ উদ্ধার করে। এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ বলেন আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে। ভিকটিমের শশুর শাশুরি সহ সবাই পলাতক রয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: