পানিবন্দি চাপিলা ইউনিয়নের মুক্তবাজারের এলাকার কয়েক শত পরিবার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫
   এস এম পারভেজ তালুকদার ।। গুরুদাসপুর উপজেলা ৬ নং চাপিলা ইউনিয়নে মহারাজপুর দাখিল মাদ্রাসা থেকে মুক্ত বাজার পর্যন্ত প্রায় ১.৫ কি.মি. রাস্তা পানি নিষ্কাশন ও সংস্কারের অভাবে কয়েক শত পরিবার পানিবন্দি মানবতরা জীবন যাপন করছে। বিগত ৮ বছরেও সংস্কার হয়নি রাস্তাটি। স্থানীয়দের দাবি উপজেলা (বিএডিসি) বরাবর দরখাস্ত করেও কোন সুরোহা  হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ৬ নং চাপিলা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বলেন, উপজেলার প্রত্যেকটি সরকারি মিটিংয়ে আমি জনপ্রতিনিধি হিসেবে মহারাজপুর থেকে মুক্ত বাজার পর্যন্ত পানি নিষ্কাশন সহ রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছি। গুরুদাসপুর উপজেলা (বিএডিসি) অফিসের কর্মকর্তা কর্মচারী দ্বারা রাস্তাটি মাপা হয়েছে তবুও কেন পানি নিষ্কাশন ও সংস্কার কাজ শুরু হয়নি এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহযোগিতা কামনা করছি।
চাপিলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাজী মোঃ রেজাউল করিম বলেন, রাস্তাটি মাপ-জোকের দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও এলাকাবাসী সহ (বিএডিসি) কর্মকর্তার সাথে বহুবার পানি নিষ্কাশন ও রাস্তাটি সংস্কারের জন্য আলোচনা করেছি তবুও কেন এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না ? এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করছি ।
এ বিষয়ে জানতে চাইলে, (বিএডিসি) কর্মকর্তা সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম বলেন, আমরা পানি নিষ্কাশনসহ রাস্তাটি সংস্কারের পূর্ণাঙ্গ ডিজাইন ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর পাঠিয়েছি, আশা করছি এবছরের নভেম্বর অথবা ডিসেম্বর নাগাদ কাজ শুরু করতে পারবো ।
এ রাস্তাটি পানি নিষ্কাশন ও সংস্কার হলে চাপিলা ইউনিয়ন প্রাণ ফিরে পাবে।  কারণ বাংলাদেশের মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় শহর, জেলা এবং উপজেলা পর্যায়ে মৎস্য রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে এই চাপিলা ইউনিয়ন। তাই গুরুদাসপুর উপজেলা প্রশাসন মহারাজপুর দাখিল মাদ্রাসা সহ ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অতি দ্রুত পানি নিষ্কাশন ও রাস্তা সংস্কারের পদক্ষেপ নিবেন এমনটি প্রত্যাশা করেন স্থানীয় এলাকাবাসী।