‎বেলকুচিতে মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

 মনিরুল ইসলাম  ।। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর  ডিএস উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৪ই অক্টোবর রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকার সময় এই মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে বুনন (বেলকুচি-এনায়েতপুর পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল সংগঠনের শিক্ষার্থী) অনুষ্টানের মূল উক্তি ছিল, মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন।

‎উক্ত অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ও সঞ্চালনা করেন জনাব ইকবাল এইচ রিপন  সভাপতি বুনন। এছারা আরও  সন্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেনঃ- আব্দুল মান্নান সাবেক অধ্যক্ষ বেলকুচি মডেল কলেজ ও বিএনপির সাংগঠনিক। জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম। নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী আফতাব সূর্য। জাতীয় যুব শক্তি সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব মুছা হাসেমী।

‎বণিক বার্তার স্টাফ রিপোর্টার  মো: আনিসুর রহমান।

‎পুলিশ সদস্য মোঃ রনি মিয়া পিপিএম।

‎অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিল, পিপীলিকা যুব সংঘ, শাহপুর ব্লাড ডোনার ইউনিয়ন,শাহপুর যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন, হিলফুল ফুজুল যুব সংগঠন,রাণীপুরা গ্রামবাসী,উত্তর দেলুয়া গ্রামবাসী, রক্তসেনা আগুরিয়া ইউনিট, দ্বারিয়াপুর যুব সমাজ কল্যাণ সাত-সদেরো তরুন সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।