কেন্দুয়ায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে । রবিবার (৫অক্টোবর) সকালে এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, উক্ত ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেন নি । পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে । হাসপাতাল ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে শনিবার (৪ অক্টোবর) রাত পর্যন্ত এতে অন্তত গত দুই দিনে আহত হয়েছেন ১০/১২জন । এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৩জনকে । আহতরা হলেন, আমিনুল হক ওরফে আমিন গ্রুপের-আতাউর রহমান, রুহুল আমিন (৩০), পিতা-কাজীম উদ্দিন, হেলিম (৪২), পিতা-ফজর আলী, সফর উদ্দিন, সিরাজ মিয়া (৫৫), গোলাপ । হবিল ওরফে হবি গ্রুপের আহতরা হলেব-জাবেদ (১৮), জোবায়ের (১৭), উভয় পিতা-বুলবুল, সাজিদ (১৭), পিতা-শাহাব উদ্দিন । ঘটনার সূত্রপাত গত শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় মাসকা ইউনিয়নের পশ্চিম পাড়ার আমিনের ছেলে শিশু আহাদ (৪) ও হবির ভাতিজা সোহেলের ছেলে শিশু শাহিদ (১২) এর তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে । পরে দুপুর ১২টায় আবারো আমিন ও হবি গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে এবং উভয় পক্ষের লোকজন আহত হয় । স্থানীয়ভাবে তা মীমাংসা হওয়ার কথা থাকলেও গত ৪ অক্টোবর আনুমানিক বিকাল ৫টা ২০ মিনিটে মাসকা বাজারের ব্রিজ সংলগ্ন দুই গ্রুপের লোকজনের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ দেখা দেয় । পরে তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেন কেন্দুয়া থানা পুলিশের একটি টিম । আমিন ও স্থানীয় অনেকের দাবি, উক্ত ঘটনায় মাসকা বাজারে অন্তত দুটি দোকানে ভাঙচুর এবং আমিনের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে । যদিও হবি ও তাঁর পক্ষের লোকজনের সাথে কথা হলে, তারা তা অস্বীকার করেন । SHARES সারা বাংলা বিষয়: