শেরপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
মোঃ মুরাদ মিয়া।।  
শেরপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ‘শিক্ষকতা পেশা-মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি
বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর এক আলোচনা সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ‍ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম. রেজাউল করিম খান, শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হাসান বাদল প্রমুখ। সভায় অন্যানোদের মধ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।