নিমতলা বাজারে স্কুলে যাওয়ার রাস্তায় জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
আসাদুল ইসলাম ।।
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে টানা বৃষ্টির কারণে, চৌদুয়ার নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ মুখে ও রাস্তায় পানি জমেছে। এতে করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুমে রাস্তার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিবারই এমন জলাবদ্ধতার সৃস্টি হয়।
নিমতলা বাজার হইতে অঞ্জনগাছী যাওয়ার পথে নিমতলা বাজারে প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।রাস্তায় যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে কয়েক হাজার মানুষ।
এ সময় নওদাপাড়া যুব সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ জীবন বলেন। রাস্তায় পানি জমে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার পথে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়। এবং সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় পানি থাকার কারণে রাস্তার খানা খন্দ, তেমন দেখতে না পারাই, মানুষ গাড়ি থেকে পড়ে আহত হচ্ছে প্রতিদিন।
তিনি বলেন জরুরিভাবে মাটি বা বালু দিয়ে রাস্তাটি ভরাট করার প্রয়োজনীয়তার কথা জানান।রাস্তার এক পাশে  মার্কেট ও বিদ্যালয়ের সিমান প্রাচীর নির্মানের পর থেকেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রাস্তাটির মাঝে ও একপাশ নীচু হওয়ায় পানি জমে থাকে এবং পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এবং বাজার থেকে স্কুলের যাওয়ার পথটি  নিচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি জরুরি ভিত্তিতে ড্রেন সহ রাস্তা টি সংস্কারের দাবি জানান।
স্থানীয় ব্যাবসায়ি খন্দকার শাহিন আলম বলেন, এই জলাবদ্ধতা অনেক দিনের,ইস্কুলে বাচ্চা সহ সাধারণ জনগণের চরম ভোগান্তি হচ্ছে। আপনার মাধ্যমেই সকল রাজনৈতিক নেতা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন স্কুলের বাচ্চা ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।