উলিপুরে তিস্তার বন্যার আশঙ্কা, ঘরবাড়িতে পানি প্রবেশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫ মোঃরেজাউল ইসলাম।। তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ইতোমধ্যে উপজেলার বেশ কয়েকটি গ্রামে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে চলে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা পাড়ের হাতিয়া অন্তপুর, থেতরাই, বুড়াবুড়ি, সাহেবের আলগা, বেগমগঞ্জ ও বজরা ইউনিয়নের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। নৌকাই এখন অনেকের একমাত্র যাতায়াতের ভরসা হয়ে উঠেছে। এদিকে, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী অনুপস্থিত থাকায় সরকারি সকল দায়িত্ব এখন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপর বর্তেছে। বন্যা পরিস্থিতি সম্পর্কে একজন সাধারণ নাগরিক ফোনে উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন বলে জানা গেছে। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, “আমরা ইতোমধ্যে মাঠ প্রশাসনকে সতর্ক করেছি। কোথাও পানি ঢুকে পড়লে দ্রুত তালিকা করে সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।” স্থানীয়দের মতে, গত কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। উজানের পানি নামতে থাকায় নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত ত্রাণ সহায়তা, শুকনো খাবার ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা দাবি করেছেন, যেন ২০১৯ সালের মতো ভয়াবহ বন্যা পরিস্থিতি আর না তৈরি হয়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও বন্যা মোকাবিলায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। SHARES সারা বাংলা বিষয়: