ভাঙ্গায় সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫
মোঃ রিপন শেখ ।।
ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক মোঃ সরোয়ার হোসেনের ওপর নৃশংস হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ অক্টোবর সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন — দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক দিনকাল ও মাই টিভি-এর প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক মামুন অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, সাংবাদিক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, আখতারুজ্জামান, জাকারিয়া খান, সানোয়ার হোসেন, ও কামরুল হাসান, (মোঃ রিপন শেখ) প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের এক শান্তিপূর্ণ সমাবেশ চলাকালীন সময়ে দুর্বৃত্ত চক্র ও তাদের সহযোগীরা দৈনিক দিনকাল ও মাই টিভি-এর প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আরও তিনজন সাংবাদিকের ওপরও বর্বরোচিত হামলা চালানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।