ধামইরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫
ছাইদুল ইসলাম ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সবার আগে প্রবীণ ব্যক্তিদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক সোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গরবো, সযত্নে তোমায় রাখবো আগলে”।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. বেদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।