সেনাবাহিনীর সহায়তায় পালিয়ে যাওয়া বম পরিবার ফিরল নিজ গ্রামে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

মথি ত্রিপুরা।।

বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ৩ বছর ৫ মাস পর থানচি উপজেলা সীমান্তে থানচি ইউনিয়নের প্রাতা পাড়ায় আরও ৫ জন সদস্যসহ ১টি বম পরিবার নিজ বাড়িতে ফিরেছেন।

গত ০৬ মে ২০২২ তারিখে পরিবারটি নিজ পাড়া ছেড়ে মিজোরামে গমন করে। দীর্ঘ ৩ বছর ৫ মাস পর গত ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাঙ্গামাটি হয়ে বান্দবানে আসে এবং সেখানেই অবস্থান করে। ৬ দিন পর আজ ০৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ ( মঙ্গলবার) বিকেল ১৬২০ ঘটিকায় বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে এসে পৌছায়। পরিবারটির সকলের জন্য সেনাবাহিনীর বাকলাই পাড়া সেনা ক্যাম্প হতে প্রস্তুতকৃত সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এছাড়াও ফিরে আসা পরিবারকে চিকিৎসা সহায়তা ছাড়াও শুকনা রসদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।জানা যায়, নিজ গ্রামে বসতবাড়িতে ফিরে লাল মুন খুপ বম (৫৫ বছর) বলেন, “২০২২ সালের মাঝামাঝি হতে পাড়ায় সন্ত্রাস দলের সদস্য কতৃক অত্যাচার এবং নিপিড়নে ক্রমানয়ে পাড়া হতে অনেক পরিবার জীবন রক্ষার্থে পলায়ন করে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ পাড়াতে একটি একটি করে পরিবার পাড়ায় ফিরে আসছে জানতে পেরে আমরাও ফিরে আসি। নিজ ঘরে ফিরতে পেরে আমরা আনন্দিত।”সাবজোন কমান্ডার, বাকলাই পাড়া সাবজোন, ১৬ ইষ্ট বেংগল জানান, ” বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও পুনর্বাসন ব্যবস্থা ব্যবস্থা , চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট ছিল, আছে এবং থাকবে।” এছারাও তিনি পাড়ার শিশুকিশোরদের নিয়মিত স্কুলে যাওয়া এবং পড়াশুনার বিষয়ে উৎসাহ প্রদান করেন।