নতুনভাবে সার ডিলার নিয়োগে পুরনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫
মোঃ আখেরুজ্জামান ।।
অনুমোদিত ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’- কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নওগাঁর সার পরিবেশকেরা (ডিলার)। তাঁদের মতে, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দেশের কৃষি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। তবে নতুন নীতিমালায় সার ডিলারদের বিক্রিয় কমিশন বৃদ্ধি, ভর্তুকীর সারে উৎস কর পরিহার এবং নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগে বিএডিসির পুরনো সার ডিলারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তাঁরা।
আজ বুধবার দুপুরে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএডিসির সার ডিলার সমিতি নওগাঁ জেলার ইউনিটের একাংশের নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএডিসি সার ডিলার সমিতি নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম। তিনি বলেন, কৃষি খাতে সুশাসন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের অনুমোদিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫- কে বিএডিসি সার ডিলাররা স্বাগত জানায়। এই নীতিমালা বাস্তবায়ন হলে মাঠপর্যায়ে ডিলারদের কার্যক্রম আরও সংগঠিত হবে। দেশের কৃষি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
বিএডিসি সার ডিলারদের সম্পর্কে বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) সার ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতাদের নেতিবাচক প্রচারণার প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নন-ইউরিয়া সারের দাম বৃদ্ধির জন্য বিসিআইসি ডিলাররা বিএডিসি সার ডিলারদের দায়ী করে বক্তব্য দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএডিসি ডিলাররা নিয়ম মেনে সরকারি নিদের্শনা অনুযায়ী কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণ করে যাচ্ছে। বিভ্রান্তকর প্রচার শুধু বিভাজন সৃষ্টি করে, যা কৃষিখাতের সার্বিক উন্নয়নের পথে অন্তরায়।
বিএডিসি সার ডিলার সমিতি নওগাঁ জেলা ইউনিটের একাংশের সভাপতি রফিকুল ইসলাম বলেন, এই নীতিমালায় বিএডিসি সার ডিলারদের বিক্রয় কমিশন ১০০ থেকে বাড়িয়ে ২০০ টাকা করতে হবে। যেসব বিএডিসি সার ডিলার দীর্ঘ দিন ধরে সার ডিলারশিপের ব্যবসা করছেন, তাদের ডিলারশিপ বহাল রাখতে হবে। অনুমোদিত নীতিমালা অনুযায়ী নতুনভাবে সার ডিলার নিয়োগে পুরনো ডিলারদের অগ্রাধিকার দেওয়া ও ভর্তুকীর সারে উৎস কর পরিহার করার দাবি জানাচ্ছি।