কালীগঞ্জের প্রতিবন্ধী সংগঠন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জলবায়ু সংকট ও নিরাসনের অর্কশপ অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫ শ্যামল কুমার মন্ডল ।। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তরুণ প্রতিবন্ধীদের সংগঠন (SNUS)। ১১ অক্টোবর,শনিবার সকাল ৯:০০টা থেকে ১:৩০ পর্যন্ত জলবায়ু নিয়ে ‘সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার’ তথ্য উপাত্তভিত্তিক কর্মশালার বৈধতা দেয়ার অর্কশপ অনুষ্ঠিত হয়। (SNUS) সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও বহ্নিশিখার অর্থায়নে অনুষ্ঠিত জলবায়ুর সংকট সমস্যা সমাধান কর্মশালায় সংগঠনটির নির্বাহী পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (UNO) উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হোসেন, বহ্নিশিখার শমীরা আক্তার শিরিন। উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহমাদুল্লাহ বাচ্ছু। কর্মশালায় অংশগ্রহণ করেন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আসমা খাতুন, রুবিয়া খাতুন, জাফর সাদিক, জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভীন, আমিনুর ইসলাম, মো.রাকিবুল ইসলাম,আল ইমরান, বীথি পারভীন প্রমূখ। জলবায়ু নিয়ে কর্মরত এনজিও কর্মকর্তা ও অনন্যা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জলবায়ু সংকটে দক্ষিণ অঞ্চলের মানুষ কী ধরনের সমস্যায় ভুগছে এবং তার সমাধান কী হতে পারে এসব বিষয়ের উপর ওয়ার্কশপ করে ফাউন্ডেশনটি। অর্ধশতের বেশি শারীরিক প্রতিবন্ধী তবে মানসিকভাবে দৃঢ় ও মনোবল সম্পন্ন তরুণ-তরুণী ওয়ার্কশপে উপস্থাপন করে জলবায়ুর সাথে এ অঞ্চলের নারীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা , খাদ্য সংকট, প্রতিবন্ধীদের দুর্যোগ কালীন ত্রাণ ও আশ্রয় কেন্দ্রের বিশেষ ব্যবস্থা, বেকারত্ব নিরোশন প্রকল্প, জলাবদ্ধতা, নদী ভাঙ্গন, খাবার পানি, লবণাক্তকতা, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, জলবায়ুর সাথে বিদ্যমান খিটখিটে মেজাজ ও জীবনমানের প্রভাবসহ প্রধান প্রধান সমস্যা গুলো ফুটে উঠেছে। ওয়ার্কশপের কেন্দ্রবিন্দুতে প্রধান তিন সমস্যা হিসেবে আলোকপাত করা হয়েছে নারী ও শিশুর স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি , জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে প্রতিবন্ধীদের বিশেষ প্রকল্প ব্যবস্থা, লবণাক্তকতার সীমাহীন ক্ষতিতে অবস্থিত সবার জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করা। নানামুখী গবেষণাধর্মী আলোচনায় ফুটে উঠে কালিগঞ্জ উপজেলার প্রতিবন্ধীদের কর্মে তৎপরতা তৈরিতে সম্ভাবনাময় পথগুলো। SHARES সারা বাংলা বিষয়: