বোয়ালমারীতে মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫
আব্দুল্লাহ আল মামুন রনী।
ফরিদপুরের বোয়ালমারীতে ১ম মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় ও বেলা ১১.৩০টায় বোয়ালমারী সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
‘আমরা কথা বলি, আমরা শিখি, আমরা জয় করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.  জালাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন।
প্রধান অতিথি ইউএনও তানভীর হাসান চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এটা বোয়ালমারীতে ১ম ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। ইংরেজি ভয়ভীতি দূর করার জন্য এই ডিবেট কম্পিটিশনের আয়োজন করা হয়েছে।আজকের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা একটা মেমোরিয়াল ইভেন্ট, সারা জীবন আপনারা মনে রাখবেন।’
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাবেক সাধারণ সম্পাদক আদনান মুস্তারী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাবেক সভাপতি জোবায়ের হোসেন শাহেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ইংলিশ উইংয়ের সাবেক নির্বাহী সদস্য সাইফুদ্দীন নিন মোজাফফর।
১ম মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হলো- সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জর্জ একাডেমি, রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়, কাদিরদী উচ্চ বিদ্যালয়, চতুল উচ্চ বিদ্যালয়, শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমি, ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়, গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমি, হাটখোলারচর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা, উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়, ভীমপুর উচ্চ বিদ্যালয়, সাতৈর উচ্চ বিদ্যালয়, জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি।
১ম ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন চমৎকারভাবে সুসজ্জিত করা হয়।