কয়রায় যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

 অরবিন্দ কুমার মণ্ডল ।।

 আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৫ অক্টোবর কয়রা উপজেলা যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর, সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে যুবদল কয়রা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা উপজেলা যুব দলের আহবায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য খুলনা জেলা সাংগঠনিক টিমের আহবায়ক রুবেল মীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সাংগঠনিক টিমের সদস্য সচিব ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন। কয়রাা উপজেলা যুব দলের সদস্য সচিব মোহতাসিম বিল্যাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, যুবদল নেতা হাবিবুন্নবী,  পীরআলী, জাকারিয়া আহমেদ, নাসির উদ্দীন, ইহছানুর রহমান, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আনারুল ইসলাম ডাবলু প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১৫ অক্টোবর কয়রায় যুবদলের সমাবেশ সফল করতে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। কয়রার ৭ টি ইউনিয়নের যুবদলের সকল নেতা কর্মী সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ এই সমাবেশে উপস্থিত থাকবেন। ইতি মধ্যে সমাবেশ উপলক্ষে মাইকিং ও প্রচার প্রচরনা অব্যাহত রয়েছে। লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রাখার পাশাপাশি বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করা হচ্ছে। এ সময় সমাবেশ সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে।