ঝিনাইদহে অ্যান্টিভেনম দেওয়ার পরও বাঁচানো গেল না কলেজ ছাএ হৃদয় কে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫ সৌভিক পোদ্দার ।। ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। হৃদয় হোসেন ওই গ্রাামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল হৃদয় হোসেন। সে সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। কুষ্টিয়ায় নেওয়ার পর ভোরে মারা যায় হৃদয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রাতে ওই ছাত্রকে হাসপাতালে আনার পর অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে কুষ্টিয়ায় রেফার্ড করি। শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনাটি আসলে হৃদয়বিদারক। SHARES সারা বাংলা বিষয়: