অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ( ৪চার) জন কে সাজা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম।। গতকাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪জন কে বিভিন্ন মেয়াদে সাজা ও (অর্থদণ্ড) এবং ৩জন কে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল(২২/১০/২০২৫ইং) তারিখ ভোর ৫টা হতে সকাল ১০ ঘটিকা পর্যন্ত চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৭জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা/ কারাদন্ড/ উভয়দন্ড প্রদান করা হয়। এদের মধ্যে ৩জন ১। মো. ফারুক মিয়া (৫৫), পিতা _মৃত ইন্তাজ উল্লাহ, সাং-হলহলিয়া, পাইকপাড়া, চুনারঘাট ২। তাউজ মিয়া (৪১), পিতা-সিরাজ মিয়া তালুকদার, সাং-কাঠালবাড়ি, পঞ্চাশ, চুনারুঘাট ৩। আলী হায়দর (৫৮), পিতা-মৃত আইয়ুব আলী, সাং- দেউন্দি, পাইকপাড়া, চুনারুঘাট এই (৩ জন) কে নগদ – ৫০০০০/- টাকা (অর্থদণ্ড)জরিমানা করা হয়। অপরদিকে বালু ব্যবসায়ী মো: জসিম উদ্দিন, পিতা- মো. আইয়ুব আলী, সাং – দেউন্দি, পাইকপাড়া, চুনারুঘাট কে আটক করে (০১ বছর) বিনাশ্রম কারাদন্ড এবংনগদ( ১০০০০০এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। আরেক বালু ব্যবসায়ী খয়ের মিয়া তালুকদার (৩১), পিতা- মৃত সিরাজ মিয়া তালুকদার, সাং – দেউন্দি, কাঠালবাড়ি, পঞ্চাশ, চুনারুঘাট কে আটক ও( ০১ বছর) বিনাশ্রম কারাদন্ড এবং নগদ( ১০০০০লক্ষ)- টাকা জরিমানা করা হয়। এদের দেয়া তথ্যে, মো. আবু সায়েম (৪৭), পিতা- আব্দুল গণি, সাং – মাঝিশাইল, সতং বাজার, চুনারুঘাট কে (০১ মাসের) বিনাশ্রম কারাদন্ড এবং (এক লক্ষ ১০০০০০ )- টাকা জরিমানা হয়। মো. আব্দুর রউফ খান, পিতা- মৃত ডেঙ্গু খান, সাং – হলদিউড়া, পাইকপাড়া, চুনারুঘাট কে (০১ মাসের) বিনাশ্রম কারাদণ্ড এবং(এক লক্ষ ১০০০০০) টাকা জরিমানা করা হয়। জানাযায় আটকৃত জসিম ও খায়ের এর নেতৃত্বে অনেকদিন যাবৎ অবৈধভাবে বদরগাজি,হলদিউড়া,গিলানি ছড়া সহ আশপাশের ছড়া ও সুতাং নদী থেকে সিলিকা বালু উৎলোন করে হবিগঞ্জ, শায়েস্তগন্জ ও চুনারুঘাট এর ব্যবসায়ীর মাধ্যমে মূল্যবান সিলিকাবালু দেশের বিভিন্ন স্থানে প্রাচার করে আসছে।বিষয়টি বিভিন্ন গণমাধ্যম এ প্রচার করলে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম অতীতের সর্বোচ্চ অভিযান পরিচালনা করেন।এ ব্যাপারে নির্বাহী অফিসার বলেন অবৈধ কোন কিছু করা সম্ভব হবে না এই উপজেলায়। আমি সকলের সহযোগিতা পেলে সব অপকর্ম রোধ করব। তিনি বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জনমনে শস্তি দেখা যাচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: