জয়দেবপুর এর স্বামী স্ত্রী গাজাসহ গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম।।
হবিগঞ্জের  চুনারুঘাট থানা পুলিশের অভিযানে (০৬)ছয়  কেজি গাজাঁসহ (০২)দুই জন মাদক ব্যবসায়ী স্বামী  স্ত্রী কে   আটক করা হয়।
 জানাযায়  চুনারুঘাট থানা,র পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট পীরের বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করেন  এস আই রিপটন পূরকায়স্থ।  আজ  বৃহঃবার ২৩/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৪৫ ঘটিকা সময় চুনারুঘাট থানা পুলিশ  অভিযান  চালিয়ে (৬) ছয় কে জি গাজাসহ  তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।  আটকৃতরা হল ১। মোঃ আবু তাহের (৩১) পিতা-মোঃ শাহজাহান, মাতা-মোসাঃ নাজমা বেগম সাং-হাতিমারা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর ২। নুরিনা বেগম (২০), স্বামী-আবু তাহের, পিতা-নুরু মিয়া, মাতা-জেসমিন বেগম,  সাং-হাতিমারা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর।এ রিপোর্ট লেখা পর্যন্ত  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এর প্রস্তুতি চলছে। অপর অভিযানে (১৫) কেজি গাজাসহ দুইজনকে চুনারুঘাট এর চন্ডি চড়ায় ডি বি পুলিশ আটক করে। এই ধরনের মাদক দ্রবা  চুনারুঘাট এর কার নিকট হতে ক্রয় করলো তা কিন্তুু  পুলিশ  জানতে পারে নাই এবং তাদের গ্রেফতার ও করতে পারে নাই। এলাকাবাসী  মনে করেন ভারত থেকে চুনারুঘাট এ এগুলো আসল কিভাবে? কারা এর পিছনে তাদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া হউক। সীমান্ত এলাকায়  অভিযান চালানো হউক।তবেই মাদকমুক্ত করা সম্ভব।অন্যথায় গুরেবালি।