কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা আড়াইটায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা করেন তিনি ।
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক ও দর্পন । সঠিক তথ্য ও অনিয়মের বিরুদ্ধে লিখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যান বয়ে আনবে -সেটাই সবার প্রত্যাশা । তাছাড়া কেন্দুয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের যে কোন প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি ।
পরে তিনি কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়, পাঠাগার ও অডিটোরিয়ামের চারপাশে দেয়ালে লাগানো বিখ্যাত মনীষীদের ছবি ও বাণী সংবলিত ছবি ঘুরে ঘুরে দেখেন ও অভিভূত হোন ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি মো. সেকুল ইসলাম খান । সঞ্চালনায় করেন, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, আবু বকর ছিদ্দিক, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান, অর্থ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, আশরাফ উদ্দিন ভূঞা, মো. শাহজাহানসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ ।