কেন্দুয়ায় জনতা ব্যাংক পিএলসি’র উপশাখার শুভ উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়ায় জনতা ব্যাংক পিএলসি’র কেন্দুয়া উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করলেন, জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় অনলাইনে যুক্ত হয়ে কেন্দুয়া পৌরসভার কোর্ট রোডে এ উপ-শাখার উদ্বোধন ঘোষণা করেন তিনি ৷
উদ্বোধনকালে তিনি সকল গ্রাহক, শিক্ষক, ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান ।
পরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক ও বিশেষ অতিথি মো. ফয়েজ আলম ।
এর আগে জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
এছাড়াও উক্ত উপ-শাখার ব্যবস্থাপক রুহুল আমিন সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান , কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. মামুনুর রশীদ মামুন ও সুধীজন ।