ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫ তারেক মাহমুদ জয় ।। ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীরা। সোমবার সকালে জেলা সওজ কার্যালয়ের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা এতে অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার, সহ-সভাপতি সিবলু মিয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুপ হোসেন কাজল, সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকরি রাজস্বকরণ, মাস্টাররোল শ্রমিকদের সাময়িক শ্রমিক নীতিমালায় অন্তর্ভুক্তি বন্ধ, ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিকদের প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন নীতিমালা দ্রুত চূড়ান্তসহ ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। SHARES সারা বাংলা বিষয়: