ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় নারীসহ পাঁচ জন হাসপাতালে ভর্তি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫ ছাইদুল ইসলাম ।। নওগাঁর ধামইরহাটে গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল লতিফ, মামুন হোসেন, মিম আক্তার ও মুন্নি আক্তারকে ধারালো হাঁসুয়া ও চাইনিজ কুড়াল দিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলার পশ্চিম চাঁদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন হোসেন ও মামুলি আক্তারসহ আরও ১০ জন যুবকের বিরুদ্ধে। গত সোমবার রাতে ভুক্তভোগী মরিয়ম বেগম এবিষয়ে ধামইরহাট থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মরিয়মের স্বামী আব্দুল মুমিন উপজেলার আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ক্রয় সূত্রে ৩১ শতাংশ জমি ভোগ দখল করে আসছিল। এবং ১১ বছর আগে ওই জমিতে ২২ টি আম ও বনজ প্রজাতির গাছ রোপণ করেন তারা। অভিযোগে আরও জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) দুপুরে আম ও বনজ প্রজাতির গাছ কাটতে গেলে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিবাদীর লোকেরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী পক্ষকে গাছ কাটতে নিষেধ করে এবং জমি থেকে উচ্ছেদের ভয়-ভীতি দেখিয়ে অতর্কিত আক্রমন করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় আব্দুল লতিফ, মামুন হোসেন, মিম আক্তার ও মুন্নিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিবাদী হুমায়ূনের মোবাইল ফোন বন্ধ থাকায় বারবার চেষ্টা করেও এ বিষয়ে তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবিষয়ে ধামইরহাট থানার তদন্ত অফিসার এইচ এম নাজমুল হুদা বলেন, গতরাতে মরিয়ম বেগম বাদি হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: