ধানের শীষ মার্কায় শহিদুল ইসলাম বাবুলকে ভোট দেওয়ার আহ্বান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

মোঃ রিপন শেখ ।।

ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক জননেতা মোঃ শহিদুল ইসলাম বাবুলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২২ অক্টোবর) সকালে ভাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এসময় নেতাকর্মীরা দোকানও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণায় অংশ নেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বর, মিরন বেপারি, তানজিল সরদার, আকাশ শহিদুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, “জননেতা শহিদুল ইসলাম বাবুল আমাদের আশার প্রতীক। তাঁর নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে হবে।”
তারা আরও বলেন,
বাবুল ভাইকে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বাবুল ভাইয়ের নেতৃত্বে ফরিদপুর-৪ আসনে গণতন্ত্র ও ন্যায়বিচারের বিজয় নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”