পিতার হাতে কন্যা খুন: পিতা আটক…

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম।।
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে মতিলাল দাশ নামে এক ব্যক্তি নিজের মেয়ে পূর্ণিমা রানী দাশ (২৫)-কে হ/ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  পিতা মতিলাল দাশকে আট/ক করে। মেয়ের মরদেহ উদ্ধার করে প্রথমে  নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এবং পরে লাশ এর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ।
স্থানীয়রা জানান, পূর্ণিমা কে  দুই বার বিয়ে দেওয়া হয়েছিল সে কোনো বিয়ে ঠিকিয়ে রাখতে পারে নি। সে দুই সন্তানের মা,বর্তমানে সে বাবার বাড়ীতে সন্তানসহ থাকছে।স্থানীয়রা চেষ্টা করছেন তাকে স্বামীর ঘরে ফিরিয়ে দেওয়ার কিন্তুু স্বামী তাকে গ্রহণ করতে অপরাগতা প্রকাশ করেন। পারিবারিক সমস্যায় বহুদিন যাবৎ ভুগছেন  মতিলাল ও তার পরিবার। এই ঘটনায়  হতাশাগ্রস্ত পিতা  হয়তো ঘুমের ঘরে খুন করলেন আদরে লালন করা সন্তান কে।মতিলাল দাশ একজন ধার্মিক মানুষ গীতা পাঠ করেন কির্তন করেন,তার মেয়ে কে নিয়ে তিনি হতাশা আর দূশ্চিনতায় ছিলেন, সবার মাঝে ওনি সম্মানি একজন মানুষ। এ ঘটনায়  এলাকার মানুষ হতভম্ব। যেন কেউ বিশ্বাস  করতেই পারছেন যে বাবা তার মেয়েকে হত্যা করতে পারে।
পুলিশ জানায় মতিলাল কে গ্রেফতার করা হয়েছে এবং যথাযত আইনি প্রক্রিয়া  শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।