কালীগঞ্জে তারালীর খেলার মাঠ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫ শ্যামল কুমার মন্ডল।। সাতক্ষীরা জেলার,কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের একমাত্র খেলার মাঠটি পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। পরিদর্শনের সময় তিনি মাঠের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং এলাকাবাসীর চাওয়া পাওয়া গুলো মন দিয়ে শোনেন। পরবর্তীতে তিনি মাঠের চারিপাশ বসার ব্যবস্থা করে দেয়ার কথা বলেন এবং একটি সুন্দর ক্রিকেট খেলার উপযোগী পিচ নির্মাণের প্রস্তুতি গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়াও বালু এবং খোয়া ব্যবসায়ী ফারুক হোসেনকে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বালু এবং খোয়া সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দান করেন। অনুজা মন্ডলের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তারালী মাঠ কমিটির বর্তমান সভাপতি ওয়ালিদ হোসেন, পরিচালনা কমিটির অন্যতম সদস্য আরিফ বিল্লাহ, স্থানীয় প্রতিনিধি বাকি বিল্লাহ. বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম,হাবিবুল্লাহ ও সাইফুল ইসলাম, ক্রিয়া ব্যক্তিত্ব আব্দুল সামাদ ও সবুজ। কালিগঞ্জ উপজেলার প্রাচীনতম মাঠগুলোর মধ্য অন্যতম এই মাঠটি। কিন্তু যুগের পর যুগ অতিবাহিত হলেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এই মাটিতে। এলাকার কয়েকজন যুবক নিজেদের উদ্যোগে নিজস্ব অর্থায়নে বর্ষাম মৌসুমে ঘাস লাগানোর পরিকল্পনা গ্রহণ করে। এজন্য মাঠের চারিদিকে মৌসুমের প্রারম্ভে নেট দিয়ে ঘিরে মাঠের উত্তর এবং দক্ষিণ দিকে সৌন্দর্য বর্ধনের জন্য শারি করে দেবদারু গাছ লাগানো হয়েছে। মাঠে লাঙ্গল দিয়ে চাষ করে ঘাসের দানা ছিটিয়ে ঘাসে আচ্ছাদিত করার ব্যবস্থাও করেছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চাওয়া পাওয়া মাটি হয়ে উঠবে একটি আকর্ষণীয় খেলার মাঠ এলাকার সূর্য সন্তানেরা এই মাঠে খেলবে। সৌম্য, মুস্তাফিজের মত আরও প্লেয়ারের জন্ম হবে এই অঞ্চলে। এটি এলাকাবাসী বিশ্বাস করে। SHARES সারা বাংলা বিষয়: