লক্ষীপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
মেহেদী হাসান ।।
২৮ অক্টোবর ২০২৫ : লক্ষীপুরে সাংবাদিক মেহেদী হাসান রাসেলের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে দালালবাজার খোয়াসাগর দিঘির পশ্চিম পাশে নুরজাহান মঞ্জিলের গেইটের সামনে থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়।
ভুক্তভোগী সাংবাদিক রাসেল জানান, সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তিনি চাচার বাসায় যান। প্রায় ১৫ মিনিট পর নিচে নেমে এসে দেখেন, গেইটের সামনে রাখা তার মোটরসাইকেলটি সেখানে নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাননি তিনি। পরে তিনি লক্ষীপুর মডেল থানায় বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেন।
মেহেদী হাসান রাসেল বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সদস্য সচিব, জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার এবং টেলিভিশন চ্যানেল এইচডি ২৪-এর জেলা প্রতিনিধি।
এ বিষয়ে লক্ষীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নাফ বলেন, “সাংবাদিক রাসেল মোটরসাইকেল চুরির একটি অভিযোগ নিয়ে এসেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং দ্রুত তদন্ত ও উদ্ধারের জন্য এসআই মোবারককে দায়িত্ব দিয়েছি। মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ইনশাআল্লাহ দ্রুতই একটি ইতিবাচক ফল পাওয়া যাবে।”
চুরির ঘটনায় এলাকায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে