কেন্দুয়ায় জুয়া আইনে জব্দকৃত ষাঁড় প্রকাশ্য নিলামে বিক্রি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫ কোহিনূর আলম । । নেত্রকোণার কেন্দুয়ায় “বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭” এর ধারা ১১ লঙ্ঘনের দায়ে ষাঁড়ের লড়াই থেকে জব্দকৃত একটি ষাঁড় নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর বাজার থেকে জব্দকৃত ষাঁড়টি রামপুর বাজারে প্রকাশ্য ডাকে ১ লাখ ৩১ হাজার টাকায় নগদ বিক্রি করা হয় । জানা যায়, আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর বাজার নামক স্থানে ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া খেলা চলাকালে প্রথমে কেন্দুয়া থানা পুলিশ জব্দ করে ষাঁড়টি । পরে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম – উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয় । তখন অভিযুক্ত কাউকে / ষাঁড়ের মালিককে না পাওয়ায় জুয়ার লড়াইয়ে ব্যবহৃত পুলিশ হেফাজতে থাকা ষাঁড়টি উক্ত অপরাধের জন্য মোবাইল কোর্ট আইনের ১২(২) ধারা মোতাবেক ডিজপোজাল/বিলিবন্দেজ করার উদ্দেশ্যে প্রকাশ্য ডাকে অনুষ্ঠিত নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয় । ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান জুয়া খেলা বন্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, আমরা চাই এমন অভিযান অব্যাহত থাকুক । যাতে জনমনে শান্তি বিরাজ করে । এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম – উল ইসলাম চৌধুরী জানান, উক্ত অপরাধের জন্য মোবাইল কোর্ট আইনের ১২(২) ধারা মোতাবেক উক্ত ষাঁড় জব্দপূর্বক ডিজপোজাল/বিলিবন্দেজ করার উদ্দেশ্যে প্রকাশ্য ডাকে অনুষ্ঠিত নিলাম প্রক্রিয়ায় নিলাম সম্পন্ন করা হয় । যে কোন জুয়া প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে । স্থানীয়দের দাবি দীর্ঘদিন যাবত ষাঁড়ের লড়াইয়ে অতিষ্ঠ ছিলাম আমরা । প্রশাসনের এমন অভিযানে আমরা স্বস্তি অনুভব করছি । SHARES সারা বাংলা বিষয়: