‎বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হওয়ায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ গত ৮ই সেপ্টেম্বর বিকেলে উত্তর চন্দনগাঁতী ও দেলুয়াকান্দি গ্রামের মাঝিমাঝি স্থানে গ্যাস লাইট চাওয়ায় সিনিয়র জুনিয়র হওয়া নিয়ে তর্ক বিতর্কের জেরে দুগ্রুপের সংঘর্ষ হয়,ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ২ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে অবস্থিত উত্তর চন্দনগাঁতী ও দেলুয়াকান্দি গ্রামের সীমানান্ত এলাকায়, বিডিআর সাইদুলের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।  উক্ত সংঘর্ষের ঘটনায় দেলুয়াকান্দি গ্রামের  আবু হুরায়রা ওরফে মিজান (২২) নামের একটি ছেলে মারাত্বক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরন করে। এবং অপরাধীরা তাৎক্ষণিক সবাই এলাকা ছেরে পালিয়ে যায়, পরে চারদিন পর চিকিৎসা চলাকালীন অবস্থায় মিজান মারা যায়। এতে ক্ষিপ্ত হয়ে দেলুয়াকান্দি গ্রামের বাসিন্দারা উত্তর চন্দনগাঁতী গ্রামে হামলা করে বাড়ি ঘর ভাঙ্গচুর করে ও লুটপাত করে এমনটা দাবী চন্দনগাঁতীর নারী বাসিন্দাদের। তারা আরও বলেন পুরুষ শুন্য হওয়ায় চন্দনগাঁতী আমরা শিশু ও নারীরা আতঙ্কে আছি। আমাদের ব্যবসা বানিজ্য সব কিছু বন্ধ হয়ে আছে।  তাই  যারা মিজান কে হত্যা করেছে তাদের বিচার হোক। কিন্তু যারা এই অপরাধের সাথে জরিত নয়। তাদের কেন মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার সঠিক বিচার দাবী করে একটি সুষ্ঠু সমাধানের জন্য সবার কাছে অনুরোধ করছি।
‎এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ বলেন। ঘটনায় প্রেক্ষিতে একটি হত্যা মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করেছি বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর চন্দনগাঁতী গ্রামের ভাঙ্গচুর লুটপাটের কোন অভিযোগ পাইনি।