বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে উত্তোলন না করা ও দাবি না করা দলিল পোড়ানো হলো

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
মোঃ ওয়াদুদ মন্ডল
দিনাজপুরের বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে বহু বছর ধরে উত্তোলন না করা ও দাবি না করা পুরাতন দলিল প্রশাসনিক নির্দেশে পোড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বেলা ১২টার দিকে অফিস প্রাঙ্গণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অফিস সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ের পুরাতন ও অপ্রয়োজনীয় দলিলগুলো যাচাই-বাছাই শেষে প্রশাসনিক নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার জনাব হিমেল বাহার শুভ, অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং উক্ত অফিসের দলিল লেখকগণ।
বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানানো হয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশনার ভিত্তিতেই পুরাতন দলিল পোড়ানো হয়েছে এবং রেকর্ডরুম হালনাগাদের কাজ নিয়মিতভাবে চলমান রয়েছে।