কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
 অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের সদস্য আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় কুরুচিপূর্ণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  ইউপি সদস্য আবু হাসান বলেন, সম্প্রতি নামসর্বস্ব একটি পত্রিকায় আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। ঐ সংবাদে প্রকাশ করা হয়েছে, উত্তর বেদকাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পানির ট্যাংকি বিতরণে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে ইউপি সদস্যর বিরুদ্ধে। এ ধরনের কোন ঘটনাই আমার জানা নেই।  এ ছাড়া ঐ সংবাদে আরও যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। এ ধরনের কাজের সহিত আমি কখনো জড়িত ছিলাম না। এখনো জড়িত নেই। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি। যার সুবাদে মানুষের কল্যাণে নানামুখী কর্মকান্ড করে থাকি। আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এমন মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। এতে করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। সংবাদ প্রকাশের পর তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে আমার মানসম্মান নষ্ট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার ওয়ার্ডের কোন লোকজন অর্থ নেওয়ার ব্যাপারে অভিযোগ করতে পারবে না। আমি এ ধরনের কোন কাজের সাথে জড়িত নই। এমনকি এ সকল বিষয়ে সব সময় আমি প্রতিবাদ করে থাকি। সংবাদ সম্মেলনে এ ধরনের মিখ্যা ও ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি।