ধামইরহাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে পোনা অবমুক্ত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
ছাইদুল ইসলাম।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা সমবায় কার্যালয় ও মঙ্গলখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটির প্রতিপাদ্য বিষয় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”।
শনিবার (১ নভেম্বর) বেলা এগারটার দিকে উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদের সভাপতিত্বে প্রতীকী মঙ্গল খালে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান।
এর আগে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর এসে মিলিত হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে বনজ ও ওষধি গাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, মঙ্গল খাল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, উপজেলা আদিবাসী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ঈশ্বর মার্ডি প্রমুখ।