কয়রায় ৪ দলীয় ফুটবল টুনামেন্টের উদ্ধোধনী ম্যাচে মিনিষ্টার শো রুম বিজয়ী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।।

 

১ নভেম্বর, শনিবার বিকাল ৪টায় কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ও এফসি কয়রার সার্বিক তত্ত্বাবধানে কয়রার কপোতাক্ষ কলেজের মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি  উদ্ধোধন করেন, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার(ওসি) তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা যুব দলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ ও জেলা বিএনপির সদস্য আবু সাইদ বিশ্বাস৷ সার্বিক দায়িত্ব পালন করেন কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কয়রার সাবেক ফুটবলার সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম, কয়রা আধুনিক মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আকবর হোসেন, বিএনপি নেতা মনজুর মােরশেদ, ডাঃ নুর ইসলাম খােকন, যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইহসানুর রহমান, যুবদল নেতা  হাফিজুর রহামান, আনারুল ইসলাম ডাবলু, জাসাসের উপজেলা সদস্য সচিব আসাদুল ইসলাম, কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মহরাম হােসেন, আজিজুর রহমান, দেবদাশ মিস্ত্রী, মিজানুর রহমান মিলন, দিলীপ কুমার সরকার, মােশারাফ হােসেন,আলমগীর হােসেন, সুব্রত কুমার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্ল্যাহ সবুজ, কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হোসেন, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন, ব্যবসায়ী মোজাফফার হোসেন, জালাল হোসেন প্রমুখ।

খেলায় সাতক্ষীরা জেলার কলারোয়া ফুটবল একাডেমি একাদশ বনাম মিনিষ্টার শো রুমের মধ্যকার ম্যাচে ৩-০ গোলে মিনিষ্টার শো রুম বিজয় হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন শেখ মোক্তার হোসেন মিঠু, মোঃ তানভীর হোসেন ও আব্দুল গফফার মল্লিক। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।