টেকনাফে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
মেহেদী হাসান আরফাত ।।
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকায় ২ বিজিবি ও র‍্যাব-১৫ এর যৌথ টহল দল সাত ঘণ্টাব্যাপী অভিযান চালায়। এ সময় মোঃ শাকেরের বাড়ির পাশে টয়লেটে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হন মোঃ শাকের (৪০) ও মোঃ জাকির (৩৫)।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে আনা ইয়াবা বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানে আরও কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, “মাদকের ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষায় বিজিবি ও র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।”