ভাঙ্গার যুবকের আত্মহত্যা: শ্বশুরবাড়িতে রহস্যজনক বিষপান, ঢাকায় নেয়ার পথে মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
মোঃ রিপন শেখ ।।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের হলুদভিটা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এক যুবক রহস্যজনকভাবে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিষপানে নিহত যুবকের নাম মো. সুমন মতুব্বর (৩০)। তিনি ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের গফুর মতুব্বরের ছেলে।

নিহত পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বিকেল ৫টার দিকে সুমন মতুব্বর শ্বশুরবাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের হলুদভিটা গ্রামে বেড়াতে যান।

পরদিন ১ নভেম্বর সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে তিনি শ্বশুর আক্কাস মাতুব্বরের বাড়িতে রহস্যজনক ভাবে বিষপান করেন বলে জানা যায়। পরে তার স্ত্রী লামিয়া আক্তার (২৮) তাকে গুরুতর অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পরপরই স্ত্রী লামিয়া আক্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে নিহতের স্বজনরা দ্রুত হাসপাতালে পৌঁছান, তবে সে সময় শ্বশুরবাড়ির কেউ উপস্থিত ছিলেন না।

ভাঙ্গা হাসপাতালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ২ নভেম্বর ভোররাত ৪টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

পরে ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামে লাশ নিয়ে আসেন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের এসআই মো. আফজাল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
এসআই মো. আফজাল হোসেন তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।