চাটখিলে জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
মোঃ হানিফ ।।
জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডি’র সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় নেতা আমির হোসেন বিএসসি।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা জেএসডি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন ও ১ নং শাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা জেএসডি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ খোকন। সভায় বক্তব্য রাখেন, জেএসডি নেতা কামাল হোসেন ভূইয়া ও ফজলে আলম প্রমূখ।
বক্তারা নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে বলেন, সংস্কার না হলে নির্বাচনে যারাই সরকার গঠন করে, তাঁরাই স্বৈরাচারী হইতে বাধ্য হবে। স্বৈরাচারী  শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচার ব্যবস্থা এখনো বহাল রয়েছে। সংস্কারের মাধ্যমে স্বৈরাচারের পথ বন্ধ করে  তার পর নির্বাচন দিলে জনগণ সুশাসন দেখতে পাবে।
বক্তারা স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় বীর আ স ম আবদুর রবের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সভা পরিচালনা করেন উপজেলা জেএসডি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও পৌর সাধারণ সম্পাদক ফিরোজ আলম।