ভাঙ্গায় এক যুবককে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার, সাত দিনের রিমান্ড আবেদনভাঙ্গায় এক যুবককে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার, সাত দিনের রিমান্ড আবেদন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

মোঃ রিপন।।

 

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সরকারি পাইলট হাই স্কুলসংলগ্ন পরিত্যক্ত ফাঁকা ভূমির কাশবন থেকে জহিরুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধারের তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর ২০২৫) রাতে ভাঙ্গা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—ভাঙ্গা পৌরসভার দাড়িয়ার মাঠ এলাকার মোঃ আলী আজগর হৃদয় (২৮), ইসমাইল মাতুব্বর (২৩), কাবিল মোল্লা (৪৫) এবং চন্ডীদাসদী এলাকার শেখ আরজু (৪৪)।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, নিহত জহিরুল ইসলাম (২৫) স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রায় ১৫ দিন আগে পারিবারিক কলহের কারণে তিনি বাড়ি ছেড়ে ভাঙ্গা কলেজপাড়ার রসমত শেখের বাড়িতে উঠেন। গত ৩০ অক্টোবর বিকেলে ভাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলের পিছনে পরিত্যক্ত একটি বাগানের কাশবনের ভিতরে পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মাথায় আঘাতের দাগ, পিঠে জখম এবং কানে রক্তের দাগ পাওয়া যায়।

ভাঙ্গা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারেন। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পুকুরে ফেলে রাখা হয় বলে ধারণা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “মামলাটির সুষ্ঠু তদন্ত ও মূল রহস্য উদঘাটনের স্বার্থে এবং অন্য সহযোগী আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গ্রেফতারকৃত চারজনের সাত দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে আজ দুপুরে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য, এ ঘটনায় নিহত জহিরুলের স্ত্রী তাইয়েবা আক্তার গত ৩১ অক্টোবর ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।