ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ মোঃ রিপন শেখ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ঢোলকুন্দী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব তালুকদার (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে একই এলাকার শাহাদাত চোকদারের বাড়িতে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নিরব বৈদ্যুতিক সুইচটি মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নিরব ওই গ্রামের নজির তালুকদারের ছেলে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ সকালে নিরব বাড়িতে বিদ্যুৎ শটে মারা গেছে, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।” SHARES সারা বাংলা বিষয়: